ঢাকা, বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সৌদি রাষ্ট্রদূতকে বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নেওয়ার আহ্বান
ডালিয়ার ১৪ বিয়ে: প্রতারণা চলমান
কালিগঞ্জ পিএফজি’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা 
আমতলীতে দ্বিতীয় শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে মিথ্যা ধর্ষণ মামলা, বাদী গৃহবধূ রিমিকে কারাগারে পাঠানোর নির্দেশ
রাজাপুরে সেতু আছে নেই সংযোগ সড়ক নেই: অপচয় এক কোটি ৬৯ লাখ টাকা
বোদায় খালে পড়ে ৩ বছরের এক শিশুর মৃত্যু
রূপসায় গুলি ও মাদকসহ যুবক আটক
মাধবপুরে চার আসামির মৃত্যুদণ্ড
এবার পহেলা বৈশাখে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থার পরিকল্পনা:ডিএমপি কমিশনার
গুলশানে ডিএনসিসির উচ্ছেদ অভিযান: রাস্তা ও ফুটপাতের অন্তত ২৫টি অবৈধ দোকান উচ্ছেদ
বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র কার্যালয় পরিদর্শনে- সাব-ইন্সপেক্টর সুজন দাশ
এসএসসি পরীক্ষার্থীদের জন্য কলম উপহার দিলেন ব্যারিস্টার ‘কায়সার’
নওগাঁয় নিখোঁজ ২ ব্যক্তির মরদেহ উদ্ধার

কুয়াকাটা সৈকতে মাতলামি, বরিশাল বিশ্ববিদ্যালয়ে তিন শিক্ষার্থী আটক

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে মাদকাসক্ত অবস্থায় অস্থিতিশীলতা তৈরী করে পর্যটকদের মাঝে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে আটক করেছে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ। শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম সমুদ্র সৈকতে এই ঘটনা ঘটে।

ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সী-বিচ এর পশ্চিম পাশে ৭-৮ জন যুবক নেশাজাতীয় মাদকদ্রব্য সেবন করে প্রকাশ্যে মাতলামি করে পর্যটক এবং স্থানীয়দেরকে বিরক্তি করে। পরে স্থানীয়রা নিষেধ করলে তাদেরকে মারধর করে। পরবর্তীতে ট্যুরিস্ট পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হলে তাঁদের উদ্দেশ্য করে গালাগালি করে ওই শিক্ষার্থীরা।পরে পুলিশ বাদী হয়ে মহিপুর থানায় আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মহিপুর থানার মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতরা হলেন- মাগুরা জেলার মোহাম্মদপুর এলাকার মুরাদ হোসেনের ছেলে এবিএম মুশফিকুর রহমান সজল (২৭),বরিশালের কোতোয়ালি এলাকার মজিবুর রহমানের ছেলে আমিনুল ইসলাম মুন্না (২৭) ও একই এলাকার লাবলু মিয়ার ছেলে ফাহিম হোসেন (২৪)।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ মো. হাচনাইন পারভেজ বলেন, আসামিরা মাতাল হয়ে পর্যটকদের এবং স্থানীয় জনসাধারণের মারতে উদ্ধত হচ্ছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশ ও স্থানীয় সাক্ষীদের সম্মুখে আসামীরা মাতলামি করা এবং অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে। পর্যটকদের নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপারের নির্দেশে তাদেরকে গ্রেফতার করা হয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদেরকে রবিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুনঃ