
দুমকীতে দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন পটুয়াখালী- ১ আসনের মাননীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার। রবিবার বেলা ১১ টায় দুমকী উপজেলা পরিষদ মাঠে ২ হাজার মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান। বিকেল সাড়ে ৩টায় দুমকীর সরকারি জনতা কলেজ মাঠে হাওলাদার ফাউন্ডেশনে উদ্যোগে ৬ হাজার শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করেন ইউরোপের দেশ মাল্টা আওয়ামীলীগের সভাপতি ও দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মো:কাউসার আমিন হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন আবুল কাসেম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হাওলাদার ফাউন্ডেশনের সভাপতি মো: শাহআলম মাস্টার প্রমুখ।