
ফরিদপুর শহরের আলিমুজ্জামান ব্রিজের উপর হতে অপহরণ বালক সহ চাঁদা নেয়ার নগদ অর্থ উদ্ধার করেছেন সদর থানা পুলিশ।
এই ঘটনায় জড়িত পাপ্পু ওরফে সুমন কাজী (২৭) এবং নিপা (২৭) দুই আসামী আটক করা হয়েছে। আটককৃত আসামী গোপালগঞ্জ জেলা কোটালীপাড়া থানার, কোটালীপাড়ার গ্রামের বাসিন্দা অপর আসামী ফরিদপুর জেলা নগরকান্দা থানার,গোড়াইল গ্রামের বাসিন্দা।
এই সংক্রান্তে পুলিশের প্রেস ব্রিফিংয়ে জানাযায়,গত (২৭ জানুয়ারি)২৪ ইং তারিখ শনিবার সন্ধ্যা অনুমান ৬ টার দিকে মোঃ কাউসার শেখ (২৬), পিতা- মোঃ ছত্তার শেখ, সাং- পূর্ব ভাষানচর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুরকে শহরের আলিপুরের আলীমুজ্জামান ব্রীজের উপর হইতে অপহরন করে ফরিদপুর শহরের পূর্ব গোয়ালচামট এলাকার আনোয়ার হোসেনের দোতলা বাড়ীতে আটকি রেখে মারধর করে। পরবর্তীতে অপহরণকারীরা পরিবারের নিকট মুক্তিপণ হিসেবে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা মোবাইলের বিকাশে মাধ্যমে দাবী করেন।
উক্ত ঘটনায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানা একটি নিয়মিত মামলা রুজু হলে কোতয়ালী থানার পুলিশের একটি চৌকস টিম গুপ্তচর নিয়োগ ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করিয়া ২৪ ঘন্টার মধ্যে ঘটনায় জড়িত দুইজন আসামী সনাক্ত করে আজ রবিবার রাত আনুমানিক রাত ১২দিকে পূর্ব গোয়ালচামট নিবাসী আনোয়ার হোসেনের এর বাড়ি থেকে অপহরণকারীদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীরা আনোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।
এ সময় গ্রেফতারকৃত আসামীদের নিটক হতে মামলার অপহরনকৃত ভিকটিম মোঃ কাউসার শেখকে এবং বাদীর নিকট হতে বিকাশে নেওয়া ১৫,০০০/- টাকা উদ্ধার করেন।