
রাজধানীর গেন্ডারিয়া এলাকা হতে ৭ম শ্রেণী পড়ুয়া মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ মামলার পলাতক আসামি সিপার’কে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
রবিবার (২৮জানুয়ারি) র্যাব-১০ এর অপ্স অফিসার উপপরিচালক আমিনুল ইসলাম এ তথ্য জানান। রাজধানীর গেন্ডারিয়া এলাকায় অভিযান চলিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আমিনুল ইসলাম বলেন,বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল ২৭ জানুয়ারি র্যাব-১০ ও র্যাব-০৪ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানী ঢাকার গেন্ডারিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে ঢাকা জেলার ধামরাই থানার ৭ম শ্রেণীতে পড়ুয়া মাদ্রাসা ছাত্রী (১২)’কে ধর্ষণ মামলার পলাতক একমাত্র প্রধান আসামি ধর্ষক মো. সিপার’কে (৩৫) গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে,গ্রেফতারকৃত আসামি শিশু ধর্ষণের সাথে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। সে মামলা রুজুর পর থেকে রাজধানীর গেন্ডারিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
ডিআই/এসকে