
শাহানশাহে তরিকত বিশ্ব ওলী হযরত মাওলানা শহ্সূফী খাজাবাবা ফরিদপুরী নক্শবন্দী মুজাদ্দেদী (কূঃ ছেঃ আঃ) ছাহেবের মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৪ স্থান : খানকায়ে মুজাদ্দেদীয়া বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ, আটরশি, সদরপুর, ফরিদপুর, আগামী ১৭, ১৮, ১৯ ও ২০ শে ফেব্রুয়ারী, ২০২৪ খৃষ্টাব্দ, ৪,৫,৬,৭ই ফাল্গুন, ১৪৩০ বঙ্গাব্দ। ৬, ৭, ৮, ৯ই শাবান, ১৪৪৫ ই হিজরী, রোজ : শনি, রবি, সোম ও মঙ্গলবার। মহা পবিত্র বিশ্ব উরস শরীফ উপলক্ষে এম এ রহিম (বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মী কেন্দ্রীয় খেলাঘর সদস্য) এর সঞ্চালনায় বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ রায়পুর কর্মী গ্রুপের প্রচার ও আয়োজনে দোয়া ও র্যালি অনুষ্ঠিত হয়।
২৮ জানুয়ারি ( রবিবার) সকাল ১০ টার সময় রায়পুর উপজেলা অটোরিয়াম হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত হামদ ও নাত পাঠ শেষে রায়পুর উপজেলার মেইন মেইন সড়কে আল্লাহু আকবার লেখা পতাকা হাতে নিয়ে র্যালি করেন বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের রায়পুর কর্মী গ্রুপ।
এসময়ে মিশন প্রধান হিসেবে উপস্থিত ছিলেন নাসিমুল গনি নয়ন ( সদস্য কেন্দ্রীয় সমন্বয় পারিষ), সহকারি প্রধান হিসেবে উপস্থিত ছিলেন আইনুল হক মুন্না (যুবকর্মী প্রধান কেন্দ্রীয়), প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মুফতি মাওলানা আশরাফ বিল্লাহ আস ওসমানী আজহারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুফতি আহসান উল্লাহ নেছারী( খতিব রায়পুর বড় মসজিদ), শহিদুল্লাহ বাবু( কেন্দ্রীয় ছাত্র কর্মী প্রধান), সাইদুল হাসান সজীব( কোঃ অর্ডিনেটর চট্টগ্রাম বিভাগ), সিরাজ উল্লাহ মাস্টার (কর্মী প্রধান লক্ষ্মীপুর জেলা), কাজী জামসেদ কবির বাকী বিল্লাহ (সদস্য কেন্দ্রীয় সমন্বয় পরিষদ চীফ কর্মী প্রধান চট্টগ্রাম বিভাগ) বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ, আনোয়ার হোসেন ঢালী (সভাপতি রায়পুর প্রেসক্লাব) এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের বক্তবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।