
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় চাঞ্চল্যকর খোকন মীর হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মো.রাসেল ওরফে হানি সিংকে (২০) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (২৮ জানুয়ারি) র্যাব-১০ এর উপ-পরিচালক আমিনুল ইসলাম জানান, শনিবার (২৭ জানুয়ারি) যাত্রাবাড়ী এলাকায় অভিযান চলিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে খোকন মীর হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও দীর্ঘদিন পলাতক আসামি মো. রাসেল ওরফে হানি সিংকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হানি সিং র্যাবকে জানিয়েছেন, মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি তিনি। মামলা হওয়ার পর থেকে ঢাকার কেরানীগঞ্জ ও যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।
গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
ডিআই/এসকে