
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৬ বোতল বিদেশি মদসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।
শনিবার (২৭ সেপ্টেম্বর ) রাতে বগুড়া-রংপুর মহাসড়কের বকচরস্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত হলো কুড়িগ্রাম জেলার নাগেশ্বর থানার দক্ষিন চৌদ্দঘরি এলাকার মো.মনিরুল ইসলাম(২৫)।
রবিবার ( ২৮ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাই ওয়ে পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি মো. শামসুল আলম।
তিনি জানান,বগুড়া-রংপুর মহাসড়কের বগুড়াগামী লেনে বকচরস্ত নামকস্থানে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ মাদক বিরোধী চেকপোস্ট ডিউটি করাকালীন সময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা এলআরবি যাত্রীবাহী বাস যাহার রেজিষ্ট্রেশন নং-ঢাকা মেট্রো-ব-১২-২৭১৭ তে তল্লাশি চালিয়ে বাসের যাত্রী মো.মনিরুল ইসলাম(২৫) এর নিকট হতে ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে