
ডেস্ক রিপোর্ট : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের আঙ্গরপোতা (ডাঙ্গাপাড়া) সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া ককটেলের আঘাতে এক বাংলাদেশি নিহত হয়েছে বলে এন টিভির খবরে জানা গেছে। আজ রোববার (২৮ জানুয়ারি) ভোরের দিকে এ ঘটনা ঘটে।
নিহত বাংলাদেশির নাম রফিউল ইসলাম (৩৩)। তিনি দহগ্রাম ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, রফিউল ইসলামসহ চার বাংলাদেশি ভোরের দিকে ভারতীয় চিনি আনতে ডাঙ্গাপাড়া সীমান্তে যায়। এ সময় বিএসএফের টহল দলের সামনে পড়লে তাদের লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে বিএসএফ। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান রফিউল। তবে অপর বাংলাদেশিরা পালাতে সক্ষম হন। এ ঘটনার পর বিএসএফ নিহত বাংলাদেশির মরদেহ ভারতে নিয়ে যায়।