
‘যুক্তির তরঙ্গে অলংকৃত হবে মুক্তির পথ
উগ্রবাদমুক্ত দেশ বিনির্মাণে তারুণ্যের শপথ’এই প্রতিপাদ্য সামনে রেখে দুদিনব্যাপী অনুষ্ঠিত হলোএন্টি টেররিজম ইউনিটি (এটিইউ) এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আয়োজনে ‘এটিইউ-ডিইউডিএস সহিংস উগ্রবাদ বিরোধী আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৪’।
শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।
দু দিনের এই বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং রানার্স আপ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি।
প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন্টি টেররিজম ইউনিট প্রধান অ্যাডিশনাল আইজি এসএম রুহুল আমিন। সমাপনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত অধ্যাপক ড. মাহবুবা নাসরিন এবং অধ্যাপক ড. এস এম শামীম রেজা।
দুই দিনব্যাপী জমজমাট এই বিতর্ক প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিভাগের ৩২ টি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দল অংশগ্রহণ করছে। ২৬ জানুয়ারি দিনভর প্রাণবন্ত এই বিতর্ক প্রতিযোগিতা মুখর করে রেখেছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল চত্বর।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত আইজিপি এসএম রুহুল আমিন বিতর্কের শক্তি ও উগ্রবাদের বিরুদ্ধে তারুণ্যের শক্ত অবস্থান নেওয়ার কথা বলেন।
তিনি বাংলাদেশের যে যে যার যার জায়গা থেকে কাজ করলে ২০৪১ সালের মধ্যে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাবার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন বাংলাদেশ জঙ্গীবাদ ও উগ্রবাদ দমনে সাফল্য অর্জন করলেও এই নিয়ে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই।বরং আমাদের এ বিষয়টিতে সবসময়ই সতর্ক থাকতে হবে। তিনি সহিংস উগ্রবাদ বিরোধী চেতনায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে সুদৃঢ় ভূমিকা রাখার কথা বলেন।
অনুষ্ঠানের প্রধান আলোচক অধ্যাপক ড. মাহবুবা নাসরীন তরুণদের সম্পৃক্ত করে এটিইউ’র গৃহীত এই জনসচেতনতামূলক উদ্যোগকে সাধুবাদ জানান এবং দেশব্যাপী এ ধরণের আয়োজন ছড়িয়ে দেয়ার জন্য সুযোগ সৃষ্টির কথা বলেন। অধ্যাপক ড. এস এম শামীম রেজা বিতর্কের শক্তি দিয়ে পরমতসহিষ্ণুতা ও আলোচনার সুযোগ রাখার ক্ষেত্র অবারিত রাখা উচিৎ বলে অভিমত ব্যক্ত করেন।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিইউডিএস সভাপতি মো. মাহবুবুর রহমান মাসুম ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেন।
দুইদিন ব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে ছিলেন দেশবরেণ্য সাবেক বিতার্কিকগণ।
সমাপনী অনুষ্ঠানে এন্টি টেররিজম ইউনিট এর উর্ধতন কর্মকর্তাগণ, সম্মানিত শিক্ষকবৃন্দ, গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ, সাবেক ও বর্তমান বিতার্কিকগণসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
ডিআই/এসকে