
ডেস্ক রিপোর্ট : চুয়াডাঙ্গার জীবননগরে হাফিজা খাতুন (৩৮) নামের এক নার্সকে গলা কেটে হত্যার আড়াই ঘণ্টা পর স্বামী কবির হোসেনকে (৩৮) আটক করেছে পুলিশ। এ সময় হত্যায় ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়।
শনিবার (২৭ জানুয়ারি) রাত এগারোটার দিকে জীবননগর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে রাত সাড়ে আটটার দিকে মা নার্সিং হোম অ্যান্ড ক্লিনিক এ ঘটনা ঘটে।
ঘাতক কবির হোসেন উপজেলার রায়পুর ইউনিয়নের বালিহুদা গ্রামের স্কুল পাড়ার মো.জাকের আলীর ছেলে ও নিহত হাফিজার স্বামী।
রাত একটার দিকে বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, ঘটনার দিন বেলা এগারোটা দিকে স্বামী স্ত্রীর বাগ্ বিতণ্ডায় জেরে রাত সাড়ে আটটার দিকে ধারালো ছুরি দিয়ে হাফিজাকে গলা কেটে হত্যা করে কবির হোসেন। হত্যার আড়াই ঘণ্টা পর জীবননগর বাসস্ট্যান্ড এলাকা থেকে রাত এগারোটা দশ মিনিটের দিকে ঘাতক স্বামীকে আটক করতে সক্ষম হয়েছি। এ সময় হত্যার কাজে ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, লাশ জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রাখা আছে। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।