সম্প্রতি আলোচিত গরুর মাংস ব্যবসায়ী খলিলকে হত্যার হুমকিদাতা ও নির্দেশদাতাকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (২৭ জানুয়ারি) রাতে ঢাকার আশুলিয়া থেকে তাকে গ্রেফতার করেছে র্যাব-৩।
রবিবার (২৮ জানুয়ারি ) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি জানান,খলিলের হুমকিদাতা ও নির্দেশদাতাকে গ্রেফতার করেছে র্যাব। এ বিষয়ে আজ রবিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
এর আগে ২৪ জানুয়ারি একাধিক নম্বর থেকে খলিলকে মৃত্যুর হুমকি দেওয়া হয়। ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয়, তিনি কম দামে গরুর মাংস বিক্রি করলে তাকেসহ তার ছেলেকে গুলি করে হত্যা করা হবে। এজন্য তার এবং ছেলের জন্য ৬ করে গুলি বরাদ্দ রাখা হয়েছে।
এ ঘটনায় সেদিন রাতেই রাজধানীর শাহজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন খলিল।
ডিআই/এসকে