
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা গাজীরটেক ইউনিয়নের চরসুলতানপুর দোপা ডাঙ্গী গ্রামে গত শুক্রবার বিকেলে বিশ্ব সুদমুক্ত সমবায় সমিতি লিঃ এর একটি শাখা শুভ উদ্বোধন করা হয়েছে। বিশ্ব জাকের পার্টির স্বেচ্চাসেবক ফ্রন্ট পরিচালিত উক্ত সমবায় সমিতি ২০০০ সাল থেকে সারা দেশে জেলা ও বিভাগীয় পর্যায়ে বিস্তৃত রয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার উপজেলায় এই প্রথম সুদমুক্ত সমিতিটির একটি শাখা উদ্বোধন করা হয়।
বিশ্ব জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল আল মোজাদ্দেদী উক্ত সমবায় সমিতির প্রধান পরিচালক থাকলেও উপজেলায় সমিতির শাখা উদ্বোধনের দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক এসএমএ বাতেন।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ব সুদমুক্ত সমবায় সমিতি লিঃ এর উপজেলা শাখার সভাপতি শেখ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত শাখার সাধারন সম্পাদক পারুল আক্তার। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, সমিতির সদস্য আক্কাস মৃধা, রমজান মোল্যা ও সুমন হোসেন প্রমূখ।
জানা যায়, বিশ্ব সুদমুক্ত সমবায় সমিতি লিঃ এর সদস্যরা তাদের প্রয়োজনে দশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ টাকা পর্যন্ত বীনা সুদ বা মুনাফায় ধার নিতে পারবেন। এবং ধারের টাকা দশ মাস পর্যন্ত কিস্তি করে পরিশোধ করার সুযোগ পাবেন।