
যানজট নিরসনে পুলিশের ট্রাফিক বিভাগে (তেজগাঁও) এর নতুন উদ্বেগ কমিউনিটি ট্রাফিক পুলিশং চালু হলো। ২৭ জানুয়ারি (শনিবার) রাজধানীর মোহাম্মদপুর এলাকায় টোকিও স্কোয়ার কনভেনশন সেন্টারে এক আলোচনা সভা ও এর শুভ উদ্বোধন করা হয় এ-সময় উপস্থিত ছিলেন
অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক৷
(ট্রাফিক ডিসি)মোস্তাক আহমেদ।
কমিউনিটি ট্রাফিক পুলিশ চালু করার মধ্য দিয়ে যানযট নিরসনে এই উদ্বেগ গ্রহণ করা হয় বলে,জানান অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মোস্তাক আহমেদ। মোহাম্মদপুরের কয়েকটি এলাকায় প্রচুর যানজটের কারণেই এই ট্রাফিক পুলিশিং চালু করা হয়। এর মধ্যে রিং রোড, আদাবর, জাপান ‘গার্ডেন সিটি, শিয়া মসজিদ, তাজমহল রোড, মোছাম্মাদিয়া হাউজিং, চাঁদ উদ্যান হাউজিংকেন্দ্রিক যানজট নিরসনে কমিউনিটি ট্রাফিক পুলিশিং চালু করা হয়।
অনুষ্ঠানটি সভাপতিত্বে করেন মোস্তাক আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ট্রফিক-তেজগাঁও বিভাগ)
এ-সময় আরো উপস্থিত ছিলেন ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ সরকার।
মূলত মোহাম্মদপুর থানার অন্তর্ভুক্ত ৩৩ নং ওয়ার্ডটি যানজটের কারণেই এমন উদ্বেগ নিয়ে যানজট নিরসনে জনগণের সেবা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্তকে নেয়া বলে তিনি জানান। এই উদ্বেগকে,
স্বাগতম জানান কাউন্সিলর আসিফ আহমেদ সরকার। এ বিষয় ট্রাফিক ডিসি তেজগাঁও মোস্তাক আহমেদ,বলেন,আপাতত ৫০ জন কমিউনিটি ট্রাফিক পুলিশ দিয়ে মোহাম্মদপুর এলাকায় আজকে শুরু করলাম অতিদ্রুত পুরো তেজগাঁও কে,এই কমিউনিটি ট্রাফিক পুলিশের আওতায় আনা হবে,মোট ৩০০ তিন’শ জনের মত নিয়োগ দেওয়া হবে। ডিসি আরো বলেন এই কমিউনিটি ট্রাফিক পুলিশ শুধু পুলিশ সদস্যদের সহযোগিতা করবে এদের আমরা ট্রেনিং দিয়ে রাস্তায় নামিয়েছি যানজটের সময় ট্রাফিক পুলিশদের সহযোগিতা করার জন্য। এ-সময় উপস্থিত ছিলেন তেজগাঁও বিভাগের ট্রাফিক (এসি) মোহাম্মদপুর জোন আরো উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ সকলের সহযোগিতা চেয়েছিলেন তেজগাঁও বিভাগের ট্রাফিক ডিসি, মোস্তাক আহমেদ।
ডিআই/এসকে