
নরসিংদীর রায়পুরা উপজেলায় ৬৪ টি পূজা মন্ডপে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রতি পূজা মন্ডপে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
আজ রবিবার(২২অক্টোবর) উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরির্দশনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ (রায়পুরা) আসনের জাতীয় পার্টি (জাপার) সম্ভাব্য একক প্রার্থী রাজপথ কাঁপানো তরুণ মুখ, নতুন প্রজন্মের অহংকার, প্রেসিডেন্ট হুসাইন মুহাম্মদ এরশাদের হাতে গড়া ডাইনামিক রাজনৈতিক দল জাতীয় পার্টির কান্ডারী সবুজপল্লীর রাখালি বালক তৃণমূলের নেতৃত্ব থেকে গড়ে ওঠা পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের সৈনিক কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও উপজেলা শাখার সংগ্রামী সভাপতি প্রকৌশলী মো: শহীদুল ইসলাম বক্তৃতাকালে এসব কথা বলেন,
“ধর্ম যার যার দেশটা সবার”।সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দূর্গাপূূজা।শারদীয় দূর্গাপূজায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং সকলের সাথে আনন্দ ভাগাভাগি আমরা এখানে উপস্থিত হয়েছি।পল্লীবন্ধু মুহাম্মদ এরশাদ যেমন সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী ছিলেন, তারই স্নেহের ছোট ভাই জিএম কাদেরও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। সেজন্যই আজ সব ধর্মের মানুষ সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে প্রিয় জন্মভূমিকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান হলেও এটি আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে বাংলাদেশ এখন ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপদ আবাসভূমি। বাঙালির হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় পল্লীবন্ধুর মুহাম্মদ এরশাদ স্বপ্নের বাংলা প্রতিষ্ঠা করতে জিএম কাদের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হয়ে লাঙ্গল প্রতীকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত করতে হবে।
সনাতন ধর্মাবলম্বীর পূজামন্ডপ পরিদর্শনে আরও উপস্থিতি ছিলেন রায়পুরা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ শামসুজ্জামান ভুঁইয়া(জামান),সিনিয়র সহ-সভাপতি গোলাপ মিয়া,যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন টেলু,সাংগঠনিক সম্পাদক মোঃ বাদল মিয়া,সাহিত্য বিষয়ক সম্পাদক নজির আহমেদ, কৃষি বিষয়ক সম্পাদক মোঃদেলোয়ার হোসেন,সদস্য মোঃনুর হোসেন, শিমুল,আক্তার হোসেন, আঃবারিক মাষ্টার,জামাল মিয়া,রাধানগর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রশিদ মিয়া,সদস্য হযরত আলী,নজরুল ইসলাম,নাছির মিয়া,মরজাল ইউনিয়ন জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল মিয়াসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পূজামন্ডপ পরিদর্শন করেন।