পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি কর্মকর্তা, শিক্ষক, বিভিন্ন পেশাজীবী ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টায় শেখ কামাল স্মৃতি অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: মহিববুর রহমান।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: জাহাঙ্গীর হোসেন সভাপিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ড, শহিদুল ইসলাম বিশ্বাস, জেলা পরিষদের সদস্য ফিরোজ শিকদারসহ সরকারি কর্মকর্তা, শিক্ষক, বিভিন্ন পেশাজীবী ও জনপ্রতিনিধিরা।