
পটুয়াখালীর গলাচিপার কলাগাছিয়া ইউপির কলাগাছিয়া বাজার সার্বজনীন শ্রী শ্রী দূর্গা পূজা উপলক্ষ্যে এক বিশাল হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে।২২ অক্টোবর রবিবার উক্ত ইউনিয়নের কলাগাছিয়া বাজার সংলগ্ন মাঠে সন্ধ্যার পূর্বে এ হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়।একই দিন বিকালে কলাগাছিয়া নদীতে উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উদ্যােগে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।পরে রাতে এ নৌকা বাইচ প্রতিযোগিতার ও হা-ডু-ডু খেলার বিজয়ীদের মাঝে ১ টি ফ্রিজ ও ২ টি এলএইডি টিভি পুরস্কার হিসেবে বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মুহাম্মাদ শাহীন, চেয়ারম্যান, গলাচিপা উপজেলা পরিষদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাছিম রেজা, গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গাইন ও বাংলাদেশ আওয়ামী লীগ,
গলাচিপা উপজেলা শাখার সহ-সভাপতি হাজী মুজিবুর রহমান। উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামরুল ইসলাম মাইনুল সিকদার,চেয়ারম্যান, ৯ নং কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ।
উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতার বিচারক ছিলেন রিয়াজ খাঁন ও মাহতাব উদ্দিন মাস্টার প্রমুখ। এ বিশাল হা-ডুু -ডু খেলা ও নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে এসময় বাংলাদেশ আওয়ামী গলাচিপা উপজেলা ও কলাগাছিয়া ইউনিয়ন শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, কলাগাছিয়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ আমিনুল ইসলাম, ৯ নং কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য গন,স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, পুলিশ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও নদীর দুই পাড়ে হাজার হাজার নারী-পুরুষ ও শিশু-কিশোর উপস্থিত ছিলেন।
উপজেলা চেয়ারম্যান,বাংলাদেশ আওয়ামী লীগ, গলাচিপা উপজেলা শাখার সহ-সভাপতি ও ৯ নং কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৃথক পৃথক ভাবে তাদের বক্তব্যর মাধ্যমে কলাগাছিয়া ইউনিয়ন বাসীর কাছে আহবান জানান আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ এর মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে বর্তমান সরকারের উন্নয়ন ধারা অব্যাহত রাখার জন্য।
এসময় বাংলাদেশ আওয়ামী লীগ, গলাচিপা উপজেলা শাখার সহ-সভাপতি ও ৯ নং কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুনঃরায় গলাচিপা -দশমিনা আসনের বর্তমান সংসদ সদস্য এস এম শাহজাদা ও গলাচিপা উপজেলার পরিষদের বর্তমান চেয়ারম্যান কে মনোনয়ন দিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা’র নিকট আকুল আবেদন জানান।