
আইসিটি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক চ্যানেল এস টিভি এবং সকালের খবর ২৪. কমকে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন, দেশের তরুণ প্রজন্মকে সাইবার অপরাধ এবং সাইবার বুলিং থেকে রক্ষায় পিতা- মাতাকে সর্ব প্রথম সচেতন হতে হবে।
এছাড়াও সাইবার অপরাধীরা যেন অপরাধ করে পার না পায়, তার জন্য সরকার কঠোর আইন পাশ ও এর ব্যবহার নিশ্চিত করেছে।
আজ শনিবার ( ২৭ জানুয়ারি) বেলা আড়াই’টায় ( ২.৩০ মিনিট ) কক্সবাজারের সেন্টমার্টিন ইউনিয়নের রেড লব স্টার রিসোর্টে এ সাক্ষাৎকার প্রদান করেন তিনি ।
বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র সেন্টমার্টিন দ্বীপ সহ দেশের সর্বত্র ইন্টারনেটের গতি বাড়ানো প্রসঙ্গে জনাব পলক আরও বলেন- এ বিষয়ে কার্যকরী প্রদক্ষেপ গ্রহণ করা হবে। সাক্ষাৎকারটি গ্রহণ করে আমাদের প্রতিনিধি নুর কুতুবুল আলম।