
রামু চৌমুহনী-মরিচ্যা সড়কে অজ্ঞাত এক গাড়ি চাপায় নিহত হয়েছেন ইমারি রাখাইন (৪৭) নামের এক নারী শিক্ষিকা।শনিবার (২৭ জানুয়ারি)সকাল ১১টায় ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ইমারি রাখাইন নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বলে জানা গেছে।রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান,একটি অজ্ঞাত গাড়ির পথচারী ইমারি রাখাইনকে চাপা দেয়। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক গাড়িটি এখনও জব্দ করা যায়নি,জব্দ করতে অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।