
নওগাঁর আত্রাইয়ে এক বিধবা নারীকে বিবস্ত্র করে ধর্ষন চেষ্টার অভিযোগে আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আত্রাই উপজেলার জামগ্রামের নিকট পাকা সড়কের উপরে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২০শে জানুয়ারি সকাল প্রায় ৮ টার সময় ঘন কুয়াশার মধ্যে জামগ্রামের আঞ্জুয়ারা বিবি (৪০) নামের এক বিধবা মহিলা তার বাড়ি সংলগ্ন পাকা সড়কে গাছের পাতা ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় একই গ্রামের মৃত বুদাই প্রামাণিকের ছেলে আশাদুল ইসলাম (৩৮) ওই বিধবা মহিলাকে জাপটে ধরে জোরপূর্বক বিবস্ত্র করে ধর্ষনের চেষ্টা করে।
এ সময় মহিলাটি তার হাতে থাকা ঝাটা দিয়ে আশাদুলকে আঘাত করে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ওই মহিলা স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন সোহাগের নিটক বিচার প্রার্থী হলে তিনি বিচার না করেই বিষয়টিকে ধামাচাপা দিতে মহিলাকে চাপ প্রয়োগ করেন।
এমনকি বিষয়টি কাউকে জানালে তাকে কর্মসৃজন প্রকল্পের কাজ থেকে অব্যাহতি দেয়ার হুমকি প্রদান করেন। অবশেষে নিরুপায় হয়ে তিনি গত ২৩ জানুয়ারী আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগ দাখিলের পর দীর্ঘ ৫ দিনেও পুলিশ এ ব্যাপারে কোন ব্যবস্থা গ্রহন করেনি।
ফলে অসহায় বিধবা মহিলাটি হতাশ হয়ে পড়েছেন।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা আত্রাই থানার এসআই ফিরোজ আহমেদ বলেন,অভিযোগটি আমি প্রাথমিক তদন্ত করেছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।