
বাসা থেকে বের হয়ে আর ফেরেনি দূর্জয় চন্দ্র বিশ্বাস (১৩)নামের এক কিশোর। সে মদন উপজেলার গৌবিন্দশ্রী গ্রামের গৌতম বিশ্বাসের ছেলে। সে (২৫ জানুয়ারী) বৃহস্পতিবার ভৈরব স্টেডিয়াম মোড় বাসা থেকে বের হয়ে নিখুঁজ হয়। এ ব্যাপারে তার মা মালা রাণী বিশ্বাস (২৭ জানুয়ারী) শনিবার ভৈরব থানায় একটি সাধারণ ডায়রী দায়ের করেন। যার নম্বর ১৩৯৮। তাকে না পেয়ে পরিবার ও আত্মীয় স্বজনরা খুবই উদবিগ্ন হয়ে পরেছে।
বাবা গৌতম চন্দ্র বিশ্বাস জানান, আমার কাজের সূত্রে স্বপরিবারে আমরা ভৈরবে বসবাস করি। আমার ছেলে কাজের কথা বলে ঘর থেকে বের হয়ে আর ফেরেনি। বিভিন্ন জায়াগায় খোঁজাখুজি করে তার কোন সন্ধান না পাওয়ায় আমার স্ত্রী ভৈরব থানায় একটি জিডি এন্ট্রি করেছে। যদি কোন সুহৃদয়বান ব্যক্তি আমার ছেলের সন্ধান পান তবে নিচের নম্বরগুলোতে ০১৩০৪০২০৮১৫/ ০১৭১৭৪৩৭৯১৮ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।