
ডেস্ক রিপোর্ট : সংসদ বাতিল করে নতুন নির্বাচনের দাবিতে ৩০ জানুয়ারি মহানগর, থানা, জেলা ও পৌরসভায় কালো পতাকা মিছিল করবে বিএনপি। শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি, নিত্যপণ্যের দাম কমানো এবং অবৈধ সংসদ বাতিলের দাবিতে কালো পতাকা মিছিল থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী এদিন দুপুর ২টায় থেকে ঢাকাসহ দেশের সব মহানগরে কালো পতাকা মিছিল করে বিএনপি। গত ২১ জানুয়ারি দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দুপুরে বিএনপির নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে থেকে এ মিছিল শুরু হয়। এতে হাজারো নেতাকর্মী অংশ নেন।
এসময় দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ সরকার পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির এ কর্মসূচিতে যোগ দেন স্থানীয় নেতাকর্মীরা।