
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনার আগেই সুন্দরগঞ্জে শুরু হয়েছে ভোটারদের মাঝে নানা গুঞ্জন। চায়ের দোকান থেকে সুধী মহলেও ছড়িয়েছে এর ব্যাপকতা। উপজেলা চেয়ারম্যান হিসেবে কাকে বেছে নেবে সুন্দরগঞ্জ বাসী।বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ মোঃ সফিউল আলমের রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। তিনি সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি। ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শ ধারণ ও লালন করে আসছেন তিনি। সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের এক ভোটার মুসলিম মিয়া বলেন, উনাকে ডাকলেই আমরা কাছে পেয়েছি।
তাছাড়া উনার মাঝে কোনো অহংকার নেই। তাই আমরা উপজেলা চেয়ারম্যান হিসেবে তাঁকে দেখতে চাই। আর এক তরুণ ভোটার নুরুজ্জামান মিয়া বলেন, ডাঃ সফিউল আলম একজন তরুণ রাজনীতিবিদ, উনার ভাইসচেয়ারম্যান আমলে কোনো দুর্নীতি কিংবা অনিয়ম দেখিনি তাই আমার ভোটটা একমাত্র উনিই প্রাপ্য।
ডাঃ সফিউল আলম সকালের খবরের প্রতিনিধিকে জানান, আমার সময়ে সুন্দরগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্হিতির যাতে অবনতি হয় সেদিকে দৃষ্টি দিয়েছি। মাদকের ছোবল থেকে তরুণদের ফেরাতে বিভিন্নভাবে কাজ করেছি। কোনো অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িত ছিলাম না বলেই সুন্দরগঞ্জবাসী আমাকে এতো ভালোবাসে। আমাকে সুন্দরগঞ্জবাসী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করলে আরও ব্যাপক কাজ করতে পারব।ডাঃ সফিউল আলম ছাড়াও আরও অনেক নতুন পুরাতন মুখ রয়েছেন এবারের উপজেলা চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বী। তবে শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে কে জিতবে সেটাই দেখার অপেক্ষা।