
ডেস্ক রিপোর্ট : বগুড়ায় এনআরবিসি ব্যাংকের সদর উপজেলার পল্লীমঙ্গল হাট শাখায় সিন্দুক কেটে টাকা চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময় এই চুরির ঘটনা ঘটে। ওই সিন্দুকে ব্যাংকের ৯ লক্ষাধিক টাকা ছিল বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান ওলিউল্লাহ বলেন, শাখারিয়া বাজারে পল্লীমঙ্গল হাট শাখায় এনআরবিসি ব্যাংকের একটি উপশাখা রয়েছে। এই উপশাখায় ব্যাংকের কোন নিরাপত্তা প্রহরী ছিল না। এই সুযোগে চোরেরা রাতের কোন এক সময় সিন্দুক কেটে টাকা চুরি করে। টাকা উদ্ধার ও চোর ধরতে সদর থানা ও গোয়েন্দা পুলিশসহ জেলা পুলিশের একাধিক টিম কাজ করেছে।