ঢাকা, শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার ১ম ইফতার ও দোয়া মাহফিল
গর্জনিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দল কর্তৃক দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন
হাতিরঝিলে ৫ কোটি টাকার ইয়াবাসহ চারজন গ্রেফতার ,প্রাইভেটকার জব্দ
আশুগঞ্জে চোরাইভাবে আনা ভারতীয় বিভিন্ন রকমের ইনজেকশন ও প্রবক্সকারসহ আটক-০২
আমরা চাই ঢাকা হোক ‘ন্যায্যতার শহর’: পার্টনারশিপ ফর হেলদি সিটি সামিটে অংশ নিয়ে ডিএনসিসি প্রশাসক
প্যারিসে আয়োজিত পার্টনারশিপ ফর হেলদি সিটি সামিটে অংশ নিয়েছেন ডিএনসিসি প্রশাসক
জাতীয়তাবাদী দলের দুর্দিন, দুঃসময়ের নিবেদিত কর্মী ছিলেন সাংবাদিকতার পাশাপাশি বিএনপি’র নেতা… শিমুল 
দ্বীন প্রতিষ্ঠায় যুবকদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে:-আবু সুফিয়ান মুক্তার
ফুলবাড়ীতে থাউজেন্ট হসপিটালাস্ এর উদ্যোগে মাঝে ইফতার বিতরণ
গর্জনিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দল কর্তৃক দোয়া ও ইফতার মাহফিল
বাংলাদেশ স্থানীয় সরকার নির্বাচন আগে প্রয়োজন -ড. রেজাউল করিম
রূপসা উপজেলা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল
গাইবান্ধায় এবি পার্টির আলোচনা সভা ও ইফতার মাহফিল
শংকরপুরে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল দূয়া আলোচনা সভা
সাম্য ও ভালোবাসার বার্তায় এডাস্ট বন্ধুসভার “সহমর্মিতার ঈদ” উদযাপন

কেউ পূজার পরিবেশ নষ্ট করতে চাইলে সঙ্গে সঙ্গে ধরিয়ে দেবেন:আইজিপি

কোনো দুষ্কৃতিকারী ব্যক্তি বা মহল পূজার পরিবেশ নষ্ট করতে চাইলে সঙ্গে সঙ্গে ধরিয়ে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

তিনি বলেছেন, যদি কোনো দুষ্কৃতিকারী ব্যক্তি অপকর্ম করতে চায়, পূজার পরিবেশ নষ্ট করতে চায়, তাদের সঙ্গে সঙ্গে ধরে ফেলবেন। আর যদি ধরতে সম্ভব না হয় অন্তত পক্ষে চিহ্নিত করে রাখবেন আমরা তাদের ধরে ফেলবো।

রোববার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে এ আহ্বান জানান তিনি।

পূজা উদযাপন কমিটির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রাত ১২ টার পর থেকে সকাল ৭ টা পর্যন্ত দুষ্কৃতিকারীরা সুযোগ নেয়। এসময়ে একটা অঘটন ঘটিয়ে হিন্দু ভাইদের মনে কষ্ট দেওয়ার অপচেষ্টা চালায়। আমরা আপনাদের আহ্বান করবো একজন না একজন এসময়ে মণ্ডপে থাকেন।

আইজিপি বলেন, আমরা সবাই মিলে যখন থাকি, তখন কোনো দুষ্কৃতিকারী এ ধরনের আয়োজনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। এ বিশৃঙ্খলার সৃষ্টিকারীদের কারণে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। এখানে যেই পরিমাণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, দেশের সব জায়গায় এ পরিমাণে নেই।

তিনি বলেন, আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই— সারাদেশে উৎসব উদ্দীপনার মধ্যদিয়ে দুর্গাপূজা উদযাপন হচ্ছে, তা বিজয়া দশমী পর্যন্ত থাকবে বলে প্রত্যাশা রাখছি। শুভ শক্তির উদয় হোক এবং অশুভ শক্তির বিনাশ ঘটুক।

আইজিপি আরও বলেন, আমরা লক্ষ্য করছি প্রতিবছরই পূজামণ্ডপের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। হিন্দু ধর্মাবলম্বী ভাইবোনেরা সবাই একটা অনুকূল পরিবেশ পাচ্ছে এবং তারা তাদের ধর্মীয় উৎসব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পূজামণ্ডপ স্থাপন করতে উৎসাহিত হচ্ছে।

ঢাকেশ্বরী মন্দিরে আসার বিষয়ে আইজিপি বলেন, এখানে এসে আমরা জানান দিতে চাই, আমাদের দেশে সাম্প্রদায়িক যেই সম্প্রীতি এটা একটি উজ্জ্বল নিদর্শন। সেই উজ্জ্বল নিদর্শন স্থাপন করে আমরা সবাই একত্রে বসবাস করি। এটা সকলে জানান দিতে চাই এবং সকলে আমরা আসি একাত্মতা প্রকাশ করতে।

তিনি বলেন, আমরা আশা করি এদেশে সর্বত্র মঙ্গল আসুক, দেশের মধ্যে শান্তি আসুক। আর দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হোক। শুভ শক্তির উদয় হোক এবং অশুভ শক্তির বিদায় হোক।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ