
বাংলাদেশ স্কাউটস সরাইল উপজেলার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে উপজেলা শিক্ষা অফিসের সম্মেলনে কক্ষে। আয়োজিত কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস সরাইল উপজেলা সভাপতি মোঃ মেজবা উল আলম ভূইঁয়া।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মোঃ শামছুল আলমকে কমিশনার (প্রস্তাবিত), কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম মানিককে সম্পাদক, সরাইল উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রফিক মিয়াকে সহঃ সম্পাদক, শাহাজাদাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু অবিনাশ চন্দ্র দেবকে কোষাধ্যক্ষ পদে পূনঃ নির্বাচিত করা হয়।
কাউন্সিল অধিবেশনে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নৌসাদ আহমেদ। বাংলাদেশ স্কাউট কুমিল্লা অঞ্চলের যুগ্ম সম্পাদক আবুল হাসেম, ব্রাহ্মণবাড়িয়া জেলা স্কাউটের সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আনোয়ার হোসেন, অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদি সহ উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ এবং স্কাউট ও কাব লিডাররা।