
ডেস্ক রিপোর্ট : পাবনার চাটমোহরে রান্নাঘর থেকে গৃহবধূ লাবনী খাতুন (৩৫) ও বাড়ির পাশে একটি গাছ থেকে তার ছেলে রিয়াদ হোসেনের (৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলার ফৈলজানা ইউনিয়নের দিঘুলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলো গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুর রশিদের স্ত্রী ও ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, সকালে মরদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। কে বা কারা তাদের এভাবে হত্যা করেছে তা প্রশাসন ভালো বলতে পারবে। স্থানীয় ইউপি সদস্য মো. নান্নু বলেন, বাড়িতে লাবনী খাতুন, তার ছেলে ও শাশুড়ি থাকতেন। বাড়ির ভবন তৈরির কাজ চলছে। ধারণা করা হচ্ছে কেউ টাকা চুরি বা ডাকাতি করতে গিয়ে এ ধরণের ঘটনা ঘটিয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সেলিম রেজা বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে। এখন তদন্ত চলছে।