ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার
আত্রাইয়ে ঈদের চতুর্থ দিনেও সাহাগোলা রেলওয়ে স্টেশনজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬

বগুড়ায় কালো পতাকা মিছিল করেছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্ট : দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতি, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি, সকল মামলা প্রত্যাহার ও সংসদ বাতিলসহ এক দফা দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বগুড়ায় কালো পতাকা মিছিল করেছে বগুড়া জেলা বিএনপি।

আজ শুক্রবার (২৬ জানুয়ারি) বিকাল সাড়ে তিন টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে নবাববাড়ীস্থ বিএনপির দলীয় কার্যালয়ে সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আমরা রাজপথে আছি। দেশের ১৮ কোটির মানুষের জন্য গণতন্ত্র ফিরিয়ে না আনা পর্যন্ত আমরা রাজপথে মানুষের পাশে দাঁড়িয়ে থাকবো। আমরা রাজপথে আছি। রাজপথে থাকবো। বিএনপি শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক রাজনীতি করে, রাজনীতি করে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পথে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, বাকশালে বিশ্বাস করে না। দেশের জনগণের প্রতি বর্তমান সরকারের কোনো ভালোবাসা নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শ্রমজীবী ও দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষ খুবই কষ্টে আছে। তাদের নেই কোনো ভাতের, ভোটের, সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অধিকার। সব মিলিয়ে বাংলাদেশের মানুষ এখন অধিকারহারা জাতিতে পরিণত হয়েছে। এই দুঃশাসনের অবসান হবেই ইনশাআল্লাহ, বক্তারা আরও বলেন যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশের ১৮ কোটির মানুষের জন্য গণতন্ত্র ফিরে আসবে না ততক্ষণ ঠিক এভাবেই বিএনপি রাজপথে মানুষের পাশে থাকবো। ৭ জানুয়ারি নির্বাচনের নামে প্রহসনের নাটক হয়েছে। দেশের কোটি কোটি মানুষ সেই নির্বাচনকে বর্জন করেছে। বক্তারা বলেন, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ ভোট দেয়নি, অনেক আওয়ামী লীগ নেতাকর্মী ভোটারও এই নির্বাচনে যায়নি।

কালো পতাকা মিছিল অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বগুড়া পৌরসভার সাবেক মেয়র এড. একেএম মাহবুবর রহমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি লাভলী রহমান, এম আর ইসলাম স্বাধীন, এড. হামিদুল হক চৌধুরী হিরু, এড. আব্দুল বাছেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সাবেক এমপি মোশাররফ হোসেন, তৌহিদুল আলম মামুন, শেখ তাহা উদ্দিন নাইন, মনিরুজ্জামান মনির, বগুড়া জেলা যুবদলের ভারপ্রাপ্ত যুগ্ন আহবায়ক আতাউর রহমান শম্ভু, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা কৃষক দলের আহবায়ক সাইফুল ইসলাম, শহর যুবদলের আহবায়ক আহসান হাবিব মমি প্রমুখ। খবর বিজ্ঞপ্তির।

শেয়ার করুনঃ