ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

যুক্তরাষ্ট্রকে হারিয়ে যুব বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট : ভারতের কাছে হেরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে ঘুরে দাঁড়ায় টাইগার যুবারা। সেই ধারাবাহিকতা বজায় রেখেছে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচেও। যুক্তরাষ্ট্রকে ১২১ রানে হারিয়ে গ্রুপ ‘এ’ থেকে সুপার সিক্স নিশ্চিত করেছে মাহফুজুর রহমান রাব্বির দল।

ব্লুমফন্টেইনে টস জিতে বাংলাদেশকে ব্যাটে আমন্ত্রণ জানায় যুক্তরাষ্ট্র। আগে ব্যাটে নেমে আরিফুল ইসলামের দুর্দান্ত সেঞ্চুরিতে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ২৯১ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ। জবাবে নেমে রাব্বির দুরন্ত বোলিংয়ে ৪৭.১ ওভারে ১৭০ রানে থামে যুক্তরাষ্ট্রের ইনিংস। ব্যাটে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি টাইগার যুবাদের। দলীয় ২৯ রানে ওপেনার আদিল বিনি সিদ্দিক ফিরে যান ২৮ বলে ১৩ রান করে। রান পেলেও ইনিংস বড় করতে পারেননি আরেক ওপেনার আশিকুর রহমান শিবলী ও তিনে নামা চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। ৪৫ বলে ২৭ রান করে ফিরে যান শিবলী, আর ৪০ বলে ৩৫ রান করেন রিজওয়ান।৯৪ রানে তিন ব্যাটারকে হারানোর পর আহরার আমিনকে নিয়ে চতুর্থ উইকেট জুটিতে ১২২ রান তোলেন আরিফুল ইসলাম। ৪১.৬ ওভারে দলী ২১৬ রানে আহরার আমিন ফিরে যান। ৪৯ বলে ৪৪ রান করেন তিনি। সেঞ্চুরি পূর্ণ করে ৪৫.১ ওভারে দলীয় ২৩৭ রানে ফিরে যান আরিফুল। নয়টি চারে ১০৩ বলে ১০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই মিডলঅর্ডার ব্যাটার।

এরপর ঝড় তোলেন মোহাম্মদ শিহাব জেমস। দুটি করে চার ও ছক্কায় ১৭ বলে ৩১ রান করে দলীয় ২৭৩ রানে ফিরে যান তিনি। তার আগে অবশ্য ফিরে যান অধিনায়ক রাব্বি, ৫ বলে ২ রান করে।পরে শেখ পারভেজ জীবন ও মোহাম্মদ রাফিউজ্জামান রাফি ইনিংস শেষ করেন। জীবন ৭ বলে ১৩ রান ও রাফি ৬ বলে ৭ রান করে অপরাজিত থাকেন। যুক্তরাষ্ট্রের হয়ে আর্য গ্রেগ তিনটি, আরিন নাদকার্নি নেন দুটি উইকেট। এছাড়া পার্থ প্যাটেল ও আতিন্দ্র সুব্রামানিয়ান নেন একটি করে উইকেট। জবাবে নেমে দলীয় ১১ রানেই প্রথম উইকেট হারায় যুক্তরাষ্ট্র। দ্বিতীয় উইকেট জুটিতে ৭৫ রান তোলেন প্রণভ চেট্টিপালায়াম ও সিদ্ধার্থ কাপ্পা। দলীয় ৮৬ রানে জুটি ভাঙেন আরিফুল। ৪৪ বলে ১৮ রানে ফিরে যান সিদ্ধার্থ। এরপর ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে যুক্তরাষ্ট্র। দলীয় ৯১ রানে ফিরে যান ওপেনার প্রনভ। ৯০ বলে ৫৭ রান করেন তিনি। যুক্তরাষ্ট্রের ব্যাটারদের মধ্যেই এটাই ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। এছাড়া উৎকর্ষ শ্রীভাশ্তাভা ৪৯ বলে ৩৭, আমোঘ আরেপাল্লি ২৭ বলে ১৪ ও খুশ ভালালা ১৬ বলে ১২ রান করেন। বাকী ব্যাটারদের কেউই পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরে।

টাইগার যুবাদের হয়ে অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি নেন ৪ উইকেট। এছাড়া আরিফুল ইসলাম, ইকবাল হোসেন ইমন, শেখ পারভেজ জীবন ও রাফিউজ্জামান রাফি নেন একটি করে উইকেট।

শেয়ার করুনঃ