
ডেস্ক রিপোর্ট : ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে ৭ম বারের মতো ঘুড়ি উৎসব।আবহমান গ্রাম-বাংলা থেকে হারাতে বসেছে সেই চিরচেনা ঘুড়ি উৎসব। তাই এই হারানো ঐতিহ্যকে ফেরাতে ও বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতেই এই ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ফরিদপুরের সদরের পদ্মাপাড়ের ধলার মোড়ে এ ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার (এসপি) মো. মোর্শেদ আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান, ডিক্রীরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু প্রমুখ।
“চলো হারাই শৈশবে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ও ফরিদপুর সিটি পেজের আয়োজনে এ ঘুড়ি উৎসব দেখতে হাজার হাজার মানুষ পদ্মারপাড়ের ধলারমোড়ে ভিড় করে। এ সময় কয়েক শতাধিক প্রতিযোগী বিভিন্ন আকার, আকৃতি ও রং-বেরঙের ঘুড়ি নিয়ে অংশ নেন উৎসবে। নানা আকৃতির ঘুড়ির মধ্যে ছিল মাছ, ঈগল, প্রজাপতি, লেজযুক্ত ঘুড়ি প্রভৃতি। বিকেল শেষে সন্ধ্যার আকাশে উড়ানো হয় ফানুস।