
চরভদ্রাসন সংবাদ দাতা ফরিদপুরের চরভদ্রাসনের বিভিন্ন পুজামন্ডুপে উপস্থিত হয়ে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠানে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের খোঁজ খবর নেন এবং চরভদ্রাসনের ১৮ টি পুজা মন্ডুপের প্রতিটি মন্ডুপে ৩ হাজার টাকা করে অনুদান দেন।
তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মোঃ ইছাহাক মিয়া, যুগ্ন আহবায়ক ফকির মোশাররফ হোসেন, আহসানুল হক মামুন,বেলায়েত হোসেন রুবেল, দিপক মজুমদার ফরিদপুর,দেলোয়ার হোসেন মোল্যা, উজ্জ্বল মৃধা, খোকন মোল্যা,বোরহান মোল্যা,দিপক চন্দ কাপাসিয়া (গোপি), সরোয়ার আজম মৃধা (মেম্বার) ফয়সাল হাসান সাওন,মোহিলা লিগ নেত্রী খুশি আকতার, হাসিনা বেগম,সহ আরো রয়েছেন ইউনিয়ন ও ওয়াড আওয়ামী লীগের নেতা কর্মীরা এসময় আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরউল্লাহ বলেন শেখ হাসিনার সরকারের শ্লোগান ধর্ম জারজার উৎসব সবার আমার শেখ হাসিনার পক্ষথেকে আপনাদের পাশে আছি এবং থাকবো দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নোকা মার্কায় ভোট দিবেন ।