
ফরিদপুর চরভদ্রাসন উপজেলায় পল্লি বাংলা এনজিও এর পক্ষ থেকে এক হাজার শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার সকালে ‘পল্লি বাংলা উন্নয়ন সহযোগিতা সংস্থার’ সহযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেওয়া শীতকালিন উপহার শীতবস্ত্র দুস্থদের মাঝে বিতরন করা হয়।‘পল্লি বাংলা উন্নয়ন সহযোগিতা সংস্থা’র চেয়ারম্যান এ.কে.এম লুৎফর রহমানের
সভাপতিত্বতে উক্ত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী মোর্শেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশানর (ভুমি) শাহনাজ পারভীন বীথি।
জানা যায়, উপজেলার তিনটি জায়গায় মোট এক হাজার কম্বল বিতরন করা হয়। উপজেলা সদর ইউনিয়নের ম্যাজিষ্ট্রেট বাড়ী বাজার প্রাঙ্গনে প্রতি পরিবারে একটি করে ৬শ’ পরিবারে ৬শ’ কম্বল, চরহরিরামপুর ইউনিয়নের পদ্মা পারের আরজখার ডাঙ্গী গ্রামে ২শ’ পরিবারের মাঝে ২শ’ কম্বল ও চরশালেপুর গ্রামের আরও ২শ’ পরিবারে ২শ’ কম্বল সহ মোট এক হাজার পরিবারের মাঝে এক হাজার কম্বল বিতরন করা হয়। এছাড়া আগামী ০৪ ফেব্রায়ারী উক্ত এনজিও প্রতিষ্ঠানটি আরও এক হাজার কম্বল বিতরন করবেন বলেও জানা যায়।
স্থানীয়রা জানায়,‘পল্লি বাংলা উন্নয়ন সহযোগিতা সংস্থা’ নামক এনজিও প্রতিষ্ঠানটি বিভিন্ন বিপদ আপদে ও প্রতিটি উৎসবে দুস্থদের পাশে থেকে কাজ করে চলেছেন। প্রতিটি কোরবানী ঈদে গরিব পরিবারে গোস্ত বিতরন, রোজার মাসে দুস্থ পরিবারের মাঝে সেহরী ও ইফতার সরবরাহ ও ঈদের সামগ্রী বিতরন করে চলেছেন এনজিওটি। এছাড়া মহামারি করোনা কালিন দুস্থ পরিবারে বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী সহ জীবন রক্ষাকারী ঔষধ পত্র ঘরে ঘরে পৌছে দিয়ে মানবিক মূল্যবোধ দেখিয়েছেন তারা।
এনজিও প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান পাশা বলেন, “এলাকার মানুষের জন্য কিছু করতে পারলেই আমি আত্মতৃপ্তি পাই এবং দুঃখি পরিবারের পাশে দাড়ানোর জন্যই ‘পল্লি বাংলা উন্নয়ন সহযোগিতা সংস্থা’র হেড অফিস ঢাকার সেগুন বাগিচায় পড়ে থেকে বিভিন্ন দপ্তরে ছুটাছুটি করি।