
জামালপুরের মেলান্দহ উপজেলার ভাবকী বড়বাড়ি মৎস্য খামার ও বহুমুখী উন্নয়ন প্রকল্পে মাছচাষ করে সফল হতে চান ৪ জন নতুন উদ্যোক্তা ।তারা হলেন-উজ্জল হোসেন, আব্দুল আওয়াল রনি,মমিন মিয়া ও শামিম আহম্মেদ রনি। তারা একই এলাকার বাসিন্দা।তারা ভাবকি পুর্বপাড়া নদীর পাড়ে ২.২৬ একর জায়গায় মৎস্য চাষ শুরু করেছেন।তাদের মৎস্য খামারে কার্পজাতীয় মাছ বেশি চাষ হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়,মাছ চাষের সাথে বিভিন্ন সবজির চাষ করার জন্য মাচা তৈরি করেছেন।
প্রকল্পের মৎস্য চাষি মমিন মিয়া বলেন, প্রধানমন্ত্রী বলেছেন এক টুকরা কৃষিজমিও ফেলে রাখা যাবেনা।এই বক্তব্যে উদ্বুদ্ধ হয়েই এই খামারের যাত্রা শুরু করি।মাছ চাষের সাথে সবজি চাষ শুরু করেছি। সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পেলে আরও উপকৃত হবো।
মেলান্দহ উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন- এই মুহূর্তে মৎস্য অধিদপ্তর হতে পরামর্শ ছাড়া অন্যকোন বিষয়ে সহযোগিতার সুযোগ নেই।তারপরও যদি আমার সাথে যোগাযোগ রাখে সহযোগিতা- পরামর্শ,প্রশিক্ষণ, প্রণোদনার ব্যবস্থা করা হবে।