
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’র ১৯ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৬ জানুয়ারি) সকাল দশটায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে দি কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ান লীগ অব বাংলাদেশ লিমিটেড(কালব) কলাপাড়া পটুয়াখালী সহযোগিতায়, কলাপাড়া শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির কার্যনির্বাহী কমিটির সভাপতি মো.নকিব উদ্দিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালব ‘ঘ’ অঞ্চলের ডিরেক্টর আবদুল মন্নান লোটাস। সমিতির সহ-সভাপতি নুরুল হক এবং কোষাধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি শাহাদাত হোসেন বিশ্বাস, কলাপাড়া ক্রেডিট ইউনিয়ন লি: এর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মো.আবদুর রহিম, সমিতির সাবেক সভাপতি মো.ইউসুফ আলী, কালব পটুয়াখালী জেলা ব্যাবস্থাপক মো.সাইফুল ইসলাম সফিক, ও সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান ও সদস্য আবদুর রহমান জাফর প্রমুখ।
অনুষ্ঠানে বাৎসরিক লভ্যাংশ ঘোষণা সহ উপস্থিত সদস্যদের মধ্যে ৪০টি ফ্রী লটারি, সদস্যদের সন্তানদের মধ্যে মেধাবৃতি, সেরা সঞ্চয়ী, সেরা সদস্যসহ বিভিন্ন ক্যাটাগরিতে শতাধিক পুরস্কার প্রদান করা হয়।
কলাপাড়া উপজেলা শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি মো.নকিব উদ্দিন বলেন, আপনাদের সকলের সহযোগিতা এবং পরিশ্রমের মাধ্যমে এই সমিতি বাংলাদেশের একটি মডেল সমিতিতে জায়গা করে নিয়েছে। স্বাধীন সমিতি হিসেবে আমাদের নিজস্ব স্থাপনা রয়েছে। আশা করছি আপনাদের সহযোগিতায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে আরও এগিয়ে যেতে পারব।