
রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন জয়পুরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।মোহাম্মদ নুরে আলম ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের সোহাগপুর গ্রামের নাগড়পাড়ার বিশিষ্ট ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আক্তারুজ্জামের বড় ছেলে।৫ ভাইয়ের মধ্যে সবার বড় নুরে আলম।বাকী ৪ জনের মধ্যে একজন ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর ও অপর ৩ জন ব্যবসায়ী।মোহাম্মদ নুরে আলম ২৫তম বিসিএস পুলিশ সার্ভিসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে নিয়োগ লাভ করেন।সর্বশেষ তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করেন। সেখান থেকে তিনি পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত হন। এ বিষয়ে গত বছরের ৩ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
মোহাম্মদ নুরে আলম গত বছরের ২৩ আগষ্ট জয়পুরহাটের পুলিশ সুপার হিসেবে জয়পুরহাট জেলায় তার কর্মস্থলে যোগদান করেন।
কর্মজীবনে তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে সদর সার্কেল রাঙ্গামাটি, কলাপাড়া সার্কেল পটুয়াখালী, শিবালয় সার্কেল মানিকগঞ্জ, সহকারী পুলিশ কমিশনার হিসেবে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে সিলেট মেট্টোপলিটন পুলিশ,কমান্ডার হিসেবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ময়মনসিংহ ও নারায়নগঞ্জ জেলা, সর্বশেষ পুলিশ সুপার হিসেবে উপ-পুলিশ কমিশনার (ডিবি), গাজীপুর মেট্রোপলিটন পুলিশে দায়িত্ব পালন করেছেন ।ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে অনার্স এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
মোহাম্মদ নূরে আলম এ বছর রাজশাহী রেঞ্জের জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হওয়ায় আশুগঞ্জ উপজেলা বাসী আনন্দিত। আগামী দিনে নিষ্ঠার সাথে আরো এগিয়ে যাওয়ার প্রত্যাশা করে অভিনন্দন জানিয়েছেন দৈনিক দেশকালের আশুগঞ্জ প্রতিনিধি ও জাতীয় অনলাইন নিউজ পোর্টাল বিডি টাইমস নিউজের জেলা প্রতিনিধি জহির সিকদার এবং আশুগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
রাজশাহী রেঞ্জের জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসাবে নির্বাচিত হওয়ায় মোহাম্মদ নূরে আলম দায়িত্ব পালনে আশুগঞ্জবাসীসহ দেশবাসী সবার প্রতি দোয়া চেয়েছেন।মঙ্গলবার (২২ জানুয়ারি ) রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আনিসুর রহমান বিপিএম(বার) এর নিকট থেকে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে পুরস্কার গ্রহণ করেন জয়পুরহাট জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বরত মোহাম্মদ নুরে আলম।
রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিস সুত্রে জানা যায় ওয়ারেন্ট নিষ্পত্তি, নিয়মিত মামলায় আসামী গ্রেফতার, মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার, গুরত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, চোরাই মালামাল উদ্ধার, ভিকটিম উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণসহ রাজশাহী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য অবদান রাখায় রাজশাহী রেঞ্জ কর্তৃক শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসাবে জয়পুরহাট পুলিশ সুপারকে মনোনীত করা হয়।
এদিকে জয়পুরহাট জেলা পুলিশ সুপার রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হওয়ায় জয়পুরহাট জেলা পুলিশ মোহাম্মদ নুরে আলমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। পাশাপাশি জয়পুরহাট বাসীর পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও পুলিশ সুপারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ।
রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক ও অতিরিক্ত ডিআইজি সাইফুল ইসলামসহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজশাহী রেঞ্জের সব জেলার পুলিশ সুপার বৃন্দ, পিবিআই, সিআইডি, ট্যুরিস্ট পুলিশ এবং নৌ পুলিশ এর কর্মকর্তাবৃন্দ।
এর আগে চলতি বছরের অক্টোবর মাসে জয়পুরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম ওয়ারেন্ট তামিলে সারাদেশে জিআর, সিআর ও সাজা তিনটি ক্যাটাগরিতেই প্রথম স্থান অর্জন করেছিলেন। যা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ। এ অর্জনে আনন্দিত তার জন্মস্থান আশুগঞ্জবাসী। সেই সাথে জেলা পুলিশ ও জয়পুরহাটবাসী।
তাছাড়াও জয়পুরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম ওয়ারেন্ট তামিলে সারাদেশে এবারও জিআর, সিআর ও সাজা তিনটি ক্যাটাগরিতেই প্রথম স্থান অর্জন করেছেন।
যা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ। তার এ অর্জনে আনন্দিত তার জন্মস্থান আশুগঞ্জবাসী,জয়পুরহাট জেলা পুলিশ ও জয়পুরহাটবাসী।
চলতি বছরের ১৭ অক্টোবর( মঙ্গলবার) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত ত্রৈমাসিক ক্রাইম কনফারেন্সে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।এ সময় বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করায় জয়পুরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
এ কনফারেন্সে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের প্রধানরা। এছাড়াও আইনশৃঙ্খলা উন্নয়ন সূচকে সারা বাংলাদেশে ‘গ’ ক্যাটাগরিতে জয়পুরহাট জেলা বরাবরের মতো প্রথম স্থান অক্ষুণ্ন রেখেছে।মোহাম্মদ নূরে আলম জয়পুরহাটে পুলিশ সপার হিসেবে যোগদান করার পর থেকে জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে জেলার বিভিন্ন এলাকায়, স্থানীয় থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি) টিমের নিয়মিত অভিযান অব্যাহত রেখেছিলেন। এর ফলে মাদক উদ্ধারসহ মাদক কারবারি ও সেবনকারীদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।
যার ফলশ্রুতিতে সারাদেশে এবারও মাদক, জিআর, সিআর ও সাজা তিনটি ক্যাটাগরিতেই ওয়ারেন্ট তামিলে প্রথম স্থান অর্জন করেছেন জয়পুরহাট জেলা পুলিশ।
জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জানান, জেলা পুলিশ সবসময় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং সবসময় করবে। ছোট জেলা হিসেবে অন্য জেলাগুলোর সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে এই অর্জন জয়পুরহাট জেলার জন্য বিরাট সম্মানের। জেলার সকল পুলিশ অফিসার ও ফোর্সরা আন্তরিকভাবে কাজ করেছেন বলেই এ অর্জন সম্ভব হয়েছে।