পটুয়াখালীর কলাপাড়ায় ৩ দিন ব্যাপী জোটা- জোটি ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ৯ টায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস সভাপতি মো.জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬৬তম জাম্বুরি অন দ্যা ইয়ার(জোটা) এবং ২৭ তম জাম্বুরি অন দ্যা ইন্টারনেট(জোটি) পটুয়াখালী জেলা কো-অর্ডিনেটর মো আব্দুল কাইয়ুম, উপজেলা স্কাউটস সম্পাদক নুরুল হক, সাবেক সম্পাদক মো.নিজাম উদ্দিন, সহ-সভাপতি মো.জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষক এবং স্কাউট শিক্ষার্থীরা।
সমাপনী দিনে অনলাইন রেজিষ্ট্রেশন, আইসিটি এবং অন্যান্য বিষয়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা সার্ভার স্টেশন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।