
কুড়িগ্রামের ফুলবাড়ীতে রান্নাঘর থেকে ২৩৯ বোতল ইস্কাপ উদ্ধার, পুলিশের জালে ২ মাদক কারবারি।
শুক্রবার (২৬ জানুয়ারি ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার আল আসাদ মো.মাহফুজুল ইসলাম।
তিনি বলেন,কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম বৃহস্পতিবার ( ২৫ জানুয়ারি) রাতে ফুলবাড়ী থানাধীন উত্তর কুটি চন্দ্রখানা গ্রামের মাদক কারবারি মো.জায়েদুল হক (৪২) এবং মো.হাসান আলী (২৫) নামে দুইজন কে গ্রেফতার করা হয়। এসময় তাদের বসতবাড়ির রান্নাঘরের ভিতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২৩৯ বোতল মাদকদ্রব্য ইস্কাফ উদ্ধার করা হয়।
ফুলবাড়ী থানার একটি চৌকস টিম। দীর্ঘদিন ধরে অত্যন্ত চতুরতার সাথে নানা কুটকৌশলে এই মাদক কারবারী উক্ত এলাকায় মাদক কারবারের সাথে জড়িত বলে অনেকেই গ্রেফতারের পরে জানিয়েছেন। যত চতুরতায় করুক না কেন অবশেষে পুলিশ জালে গ্রেফতার হয়েছে এই মাদক কারবারী।
তিনি আরও বলেন,গ্রেফতারকৃত মাদক কারবারি দ্বয় বিশেষ কায়দায় রান্নাঘরে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করে রেখেছিল কিন্তু ফুলবাড়ী থানা পুলিশের চৌকস অভিযানে মাদক সহ হাতেনাতে গ্রেফতার হয় ২ জন মাদক কারবারি। উক্ত বিষয়ে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ টি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে,আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।
ডিআই/এসকে