প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৩:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৬, ২০২৪, ১:২১ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচন ৯ মার্চ ভোটগ্রহণ

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
গত ২ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকারের মৃত্যু হয়। এরপর থেকে চেয়ারম্যান ছাড়াই জেলা পরিষদের কার্যক্রম চলে আসছে। শূন্য পদে তিন মাস অতিবাহিত হওয়ার পর সংবিধান অনুযায়ী উপনির্বাচন জন্য ভোট গ্রহণ করা হবে (৯ মার্চ ২০২৪) দিন ধার্য করে নির্বাচন কমিশন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, ‘তফসিল অনুসারে ১৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। তবে এর পূর্ববর্তী যেকোনো দিনেও সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা হবে। মনোনয়নপত্র বাছাই করা হবে ১৫ ফেব্রুয়ারি। বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তি ১৯ ও ২০ ফেব্রুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি এবং প্রতীক বরাদ্দ করা হবে ২৩ ফেব্রুয়ারি।
এদিকে
নির্বাচনের তফসিল ঘোষণা আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছেন জেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতার জন্য পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল আলম এম,এসসি। পরে শোনা যাচ্ছে নির্বাচনে অংশ নিচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র মো. হেলাল উদ্দিনের এ দুজনের নাম আলোচনায় রয়েছে।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.