ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সঙ্গে বাগ্বিতণ্ডার জেরে নজরুল ইসলাম ভূঁইয়া (৪০) নামে যুবলীগের স্থানীয় এক নেতাকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বেলা তিনটার দিকে উপজেলার প্রভাকরদী মাঝেরচর এলাকার এশিয়ান হাইওয়েতে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চর নোয়াগাঁও গ্রামের সুবেদ আলী ভূঁইয়ার ছেলে বলে জানা গেছে । তিনি নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সহসাধারণ সম্পাদক ছিলেন। ঘটনায় জানা গেছে , নজরুল রূপগঞ্জ উপজেলার গাউসিয়া এলাকার দিকে যাচ্ছিলেন। পথে ব্যাটারিচালিত এক অটোরিকশা (ইজিবাইক) চালকের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। ওই ঘটনার জেরে স্থানীয় অন্য রিকশাচালকেরা মিলে নজরুলকে পিটিয়ে গুরুতর আহত করেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সন্ধ্যায় হাসপাতালে গিয়ে তারা লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে ওই ব্যক্তির লাশ পায়। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে। আইনানুগ কার্যক্রম শেষে লাশটি সোনারগাঁ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।