কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস -২০২৩ উপলক্ষে কয়রা উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে কয়রা আওয়ামী লীগ এর দলীয় কার্যালয়ে সকাল ৯ টায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য জি এম মোহসিন রেজা। সভা পরিচালনা করেছেন কয়রা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবু নিশিত রঞ্জন মিস্ত্রী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা-৬ আসনের এমপি ও স্থানীয় সাংসদ আলহাজ্ব আখতারুজ্জামান বাবু।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলহাজ্ব ইন্জি: জি এম মাহবুবুল আলম (কোষাধ্যক্ষ, বাংলাদেশ আ’লীগ, খুলনা জেলা শাখা), আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম সভাপতি, কয়রা উপজেলা আওয়ামী যুবলীগ ও চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কয়রা, খুলনা) এস এম বাহারুল ইসলাম (চেয়ারম্যান ,কয়রা উপজেলা, সাংগঠনিক সম্পাদক ,কয়রা উপজেলা আওয়ামী লীগ), এস এম আমিরুল ইসলাম (সা: সম্পাদক, কয়রা উপজেলা শ্রমিক লীগ), খায়রুল আলম (সা: সম্পাদক, মহারাজ ইউনিয়ন আওয়ামী লীগ), এস এম কামরুল ইসলাম (সভাপতি, উওর বেদকাশী জাতীয় শ্রমিক লীগ), আল আমিন ইসলাম (সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ), ইমরান হাসান রোকন, ইমদাদুল হক টিটু, সোহরাব আলী (সভাপতি জাতীয় শ্রমিক লীগ, মহারাজ পুর ইউনিয়ন), রহমত উল্লাহ উজ্জ্বল (সাবেক অর্থবিষয়ক সম্পাদক, কয়রা উপজেলা ছাত্রলীগ), এম আনিছুর রহমান।
দুপুর ১ টার সময় জাতির উদ্দেশ্যে মোনাজাত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।