একদন্ত শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’র চ্যাম্পিয়ন ২নং ওয়ার্ড হিদাসকোল- চৌবাড়িয়া

24

সকালের খবর ২৪ ডেস্ক :

পাবনা জেলার আটঘরিয়ার একদন্ত ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ৯ টি ওয়ার্ড নিয়ে ৩ মার্চ শুরু হওয়া শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৩ এর ফাইনাল ম্যাচে ৫নং ওয়ার্ডকে ৪৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ২নং ওয়ার্ড (হিদাসকোল,চৌবাড়িয়া)।

আজ শনিবার (১৮ মার্চ) একদন্ত উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল ৪ টায় ফাইনালে মুখোমুখি হয় ২নং ওয়ার্ড এবং ৫ নং ওয়ার্ড। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২নং ওয়ার্ড নির্ধারিত ১৬ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৮৮ রান সংগ্রহ করে, জবাবে ৫ নং ওয়ার্ড ১৬ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান তুলতে সক্ষম হয়।

ফাইনাল ম্যাচ এবং টুর্নামেন্ট সেরা হয়েছেন ২নং ওয়ার্ডের রবিউল ইসলাম (মনি)।

উক্ত ফাইনাল ম্যাচের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ, পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মুরাদ মালিথা এবং মোঃ ইসমাইল হোসেন সরদার,সাবেক চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক একদন্ত ইউনিয়ন আওয়ামীলীগ। সভাপতিত্ব করেন একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লিয়াকত হোসেন আলাল সরদার।