শফিকুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরা পৌর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ১৮ই ফেব্রুয়ারী বিকাল ২ ঘটিকায় রায়পুরা বাসস্ট্যান্ডে রায়পুরা পৌর ছাত্রলীগ সভাপতি এস.এম আবু সালেহ চৌধুরী (রাতুল) সভাপতি ত্বে ও সাধারণ সম্পাদক মোমেন আহমেদ জয় সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সফল মন্ত্রী ও রায়পুরার উন্নয়নের রুপকার বীরমুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজু।রায়পুরা পৌর ছাত্রলীগ ১,৩,৪ ও ৮ নং ওয়ার্ডের সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হবে।উক্ত সম্মেলনে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্রলীগ সভাপতি আহসানুল ইসলাম (রিমন) ও প্রধান-আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মো:শাহজালাল আহমেদ (শাওন)।
তাছাড়া প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন মেয়র,রায়পুরা পৌরসভা ও পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ জামাল মোল্লা, চেয়ারম্যান, বিআরডিবি ও রায়পুরা উপজেলা উপজেলা আওয়ামীলীগ সাবেক আহবায়ক হাসিব আহমেদ (জাকির)।
উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাজিব আহমেদ (পার্থ),রায়পুরা উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি মোঃমিলন মাষ্টার, শ্রীনগর ইউপি চেয়ারম্যান ও রায়পুরা উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ মোর্শেদ খান(রাসেল),রায়পুরা পৌরসভা ছাত্রলীগ সাবেক সভাপতি রাকিবুল আলম(রুবেল)।
রায়পুরা উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগ বিভিন্ন ইউনিয়ন থেকে অনেক নেতাকর্মীও উপস্থিত ছিলেন।