কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে স্টীলের আইলেনের সাথে ধাক্কা লেগে তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ফজলুল করিম(৩৫) নামের এক মালির মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার টিয়াখালী ইউপির রজপাড়া এলাকার সিক্সলেন সড়কে এ ঘটনা দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ফজলুল করিম সিরাজগঞ্জ জেলার ভেন্নাবাড়ি ইউপির জামাত আলীর পুত্র। তিনি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের বাগানের মালি হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ, ও স্থানীয়রা জানান, সকালে নিজ মোটরসাইকেল যোগে কলাপাড়া শহরে যাচ্ছিলেন করিম। পথিমধ্যে দুর্ঘটনাকবলিত এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়েন তিনি। এসময় স্টীলের আইলেনের সাথে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হচ্ছে।