শ্রীবাস সরকার, মাধবপুর প্রতিনিধি ঃ
মাধবপুরের পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ছোট ভাইকে হত্যা করল বড় ভাই।
১৭ মার্চ শুক্রবার এ ঘটনাটি ঘটে। ঘটনার দিন রাতেই বড় ভাইকে গ্রেফতার করছে পুলিশ।
পুলিশ ও প্রতিবেশী সুত্রে জানা যায়, ফুল মিয়া কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। সে গ্রামের প্রায় মানুষকেই মারধর করতেন। নেশাগ্রস্ত ও ছিলেন। তার কর্মকাণ্ডে অনেকেই ছোট ভাই দুলাই মিয়ার কাছে বিচার দিত ।
ঘটনার দিন বিকালে একজনের সাথে ফুল মিয়া খারাপ আচরণ করলে ছোট ভাই দোলাই মিয়ার সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ফুল মিয়া ছোট ভাই দোলাই মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে আগাত করে। গুরুতর আহত অবস্থায় দুলাই মিয়াকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার জন্য পরামর্শ দেন । তখন ঢাকা যাওয়ার পথে মারা যান দুলাই মিয়া।
ওসি মোঃ হাবিবুল্লাহ সরকার জানান, হত্যা কান্ডের ঘটনায় তার বড় ভাই ফুল মিয়াকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া মর্গে পাঠানো হয়েছে। তবে শুক্রবার বিকাল পর্যন্ত কোন মামলা হয়নি।