মোঃ ফিরোজ আহমেদ,
স্টাফ রিপোর্টারঃ
দিনাজপুরের মামুনাবাদে খানকায়ে মোজাদ্দেদিয়ার
বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
হয়েছে৷
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার মামুনাবাদ খানকায়ে
মোজাদ্দেদিয়া দরবার শরিফে গতকাল ১৭ মার্চ ২০২৩ শুক্রবার জুম্মা নামাজের পর হতে মধ্যো রাত্রি পর্যন্ত, খাস মোজাদ্দেদিয়া তরিকার খানকা শরিফে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷
মাহফিলটি পরিচালনা করেন হযরত মাওলানা মোহাম্মদ শামিম আক্তার কচি
উক্ত মাহফিলে ওয়াজ করেন দেশ বরন্য ওলামায়ে কেরাম ও খাস মোজাদ্দেদিয়া তরিকার উলামায়ে কেরামগন৷
মাহফিলে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হাজার হাজার মুসল্লানেরা উপস্থিত ছিলেন, ও পর্দার আড়ালে মা ও বোনেরা উপস্থিত ছিলেন দেশ ও জাতির মঙ্গল কামনা ও সকল বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার মাধ্যমে মাহফিলটি সমাপ্তি করেন৷