মোঃসরওয়ার আলম চৌধুরী, বাঁশখালী প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় গ্যাস সিলিন্ডার লিকেজে আগুনে পুড়ল নিঃস্ব হয়ে গেছে ৪ টি পরিবার। বুধবার (২৫) জুন সকাল ৭ টায় দিকে উপজেলার পুইছড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ড এলাকায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। আগুনে পুড়ে সর্বশান্ত হওয়া পরিবারগুলো হচ্ছে, উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের আবুল কাশেম, রেজাউল করিম কালু, মাহমুদুল করিম, আবদুর রহমান (শরীফ)।জানা যায়, ঘরে রান্নার এলপি গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে আগুনের সংস্পর্শে আসার সাথে সাথে ঘরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। প্রতিবেশীর প্রচেষ্টায় তাৎক্ষনিকভাবে সকল শিশু সহ গবাদি পশু নিরাপদে সরাতে পারলেও মুহুর্তেই আগুনের লেলিহান শিখায় পুড়ে ছারখার হয়ে যায় ৪ টি পরিবারের ঘরের সবকিছু। ভূক্তভোগীরা জানিয়েছেন, ক্ষতিগ্রস্থ ৪ পরিবারের ঘরের ছিঁটেফোঁটাও রক্ষা করা সম্ভব হয়নি। মুল্যবান দলিল দস্তাবেস সহ আগুনের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬ টার দিকে পুঁইছড়ি ইউনিয়নে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।পুইছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল কাশেম বলেন,ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রাথমিকভাবে সহযোগিতা করা করা হয়েছে।আগুনে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম।বাঁশখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মিজানুর রহমান বলেন,গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এরপর ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়লে সেখানে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাও ঘটে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কি পরিমান ক্ষয় ক্ষতি হয়েছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।এদিকে আগুনে ঘরসহ সর্বস্ব হারিয়ে বর্ষার বৃষ্ঠি বাদলের দিনেও ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে নারী শিশু সহ সকলকে খোলা আকাশের নিচেই পলিথিন টাঙ্গিয়ে আশ্রয় নিতে হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।