শ্রীবাস সরকার, মাধবপুর প্রতিনিধি ঃ
হবিগঞ্জের মাধবপুরে ঝাঁক ঝমক ভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী উৎযাপন করা হয়েছে।
১৭ মার্চ শুক্রবার মাধবপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উৎযাপন করা হয়। প্রথমে আনন্দ র্যালি ও সকাল ৯ টায় বঙ্গবন্ধু স্বরনে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান এর সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) রাহাত বিন কুতুব, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) তোহা ইয়াসিন হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম ইশতিয়াক মামুন, মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, যুব লীগ সভাপতি মোঃ ফারুক পাঠান। এ সময় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।