
নতুন কারিকুলামে অসঙ্গতি দূরীকরণ, পাঠ্যপুস্তক সংশোধন, মাদরাসা শিক্ষার স্বকীয়তা বজায় রেখে স্বতন্ত্র কারিকুলাম প্রনয়ণ এবং ব্রাক বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবকে স্বপদে পূর্ন বহলের দাবীতে পটুয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে,
২৫ জানুয়ারি বৃহষ্পতিবার বিকাল ৪ টার সময় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে জাতীয় শিক্ষক ফোরাম পটুয়াখালী জেলা শাখার এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় কমিটির (বরিশাল) সাংগঠনিক সম্পাদক মাওলানা আর আই এম অহিদুজ্জামান, জেলা কমিটির সভাপতি মাওলানা আনসার উল্লাহ ও সাধারণ সম্পাদক মাস্টার মোঃ জাহিদুল ইসলাম, জেলা ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা কাজী গোলাম সরোয়ার ও সেক্রেটারী মাওলানা মুঃ নজরুল ইসলাম, শ্রমিক আন্দোলনের সভাপতি মো. জসিম উদ্দিন প্রমুখ।
এসময় এ মানববন্ধনে জাতীয় শিক্ষক ফোরাম পটুয়াখালী জেলা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।