মাধবপুরে ভারতীয় পন্য সহ গ্রেফতার -১

58

শ্রীবাস সরকার, মাধবপুর প্রতিনিধি ঃ 

হবিগঞ্জের মাধবপুরে ভারতীয় পন্য সহ একজনকে গ্রেফতার করছে থানা পুলিশ। 

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুর ২ টার দিকে গোপন সংবাদে খবর পেয়ে এসআই রাজীব কুমার রায় ও এসআই শুভ দে এর নেতৃত্বে মাধবপুর পৌর সভার সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর সামনে থেকে ভারতীয় পন্য সহ একজনকে গ্রেফতার করেন। 

 এ সময় গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ভারতীয় TANG- ১৩২০ প্যাকেট, KAVERI MEHENDI CONE মেহেদী-২৮৮০ পিস,  BETNOVATE-N ক্রিম-৪৮০পিস, (সর্ব মোট মূল্য অনুমান- ৫,০১,৬০০/- টাকা) উদ্ধার সহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী গাজীপুর জেলার শ্রীপুর থানার বরমী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের হাসমত আলীর ছেলে হাবিবুর রহমান (৪২)। 

 ওসি মোঃ আব্দুর রাজ্জাক জানান, অবৈধ ভাবে ভারতীয় সীমান্ত এলাকা হইতে শুল্ক ফাঁকি দিয়ে পন্য আনার অপরাধে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক আসামীর বিরুদ্ধে নিয়মিত মা্মলা রুজু করা হয়েছে।