
মোঃ সুজন সিকদার মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জে বালুর জাহাজ থেকে শাকিল আকন (২০) নামে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
পুলিশ ও স্বজনদের কাছ থেকে জানা যায়, শাকিল আকন হেলপার হিসেবে বালুর জাহাজটিতে কাজ করতেন। সোমবার ( ১৩ মার্চ) সন্ধ্যার পরে ঘটনাস্থলে এসে বালুর জাহাজটি নোঙর করে। ওইদিন রাত ১১ টার সময় বালুর জাহাজটির চুকানি মো. সোহাগ জাহাজে গিয়ে থাকার স্থানে দরজা-জানালা বন্ধ দেখতে পায়। তখন সে অনেক ডাকা-ডাকি করেও ভিতর থেকে কোন সাড়া-শব্দ না পেয়ে একটি লাঠি ঢুকিয়ে দরজা খুলে ভিতরে শাকিল আকনের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তখন তিনি মুঠোফোনে বালু ব্যবসায়ী মজিবর’কে ঘটনাটি জানালে মজিবর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
উপজেলার সুবিদখালী বাজারের আশ্রাফ প্যালেসের সামনে নদীতে ‘নাইম প্লাস’ নামে বালুর জাহাজটি নোঙর করা ছিলো।
নিহত ওই শ্রমিক পার্শ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের তোফাজ্জল আকনের ছেলে। প্রেমজনিত কারণে আত্মহত্যা করতে পারেন বলে নিহত ওই শ্রমিকের স্বজনদের ধারণা।