
শ্রীবাস সরকার, মাধবপুর প্রতিনিধি ঃ
মাধবপুরের পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার আতিকুড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে ১৩ পুলিশ সহ অর্ধশতাধিক নারী পুরুষ আহত হয়েছে।
১১ মার্চ শনিবার উপজেলার ফান্দাউক দরবার শরিফের বার্ষিক ওয়াজ মাহফিলে আতুকুড়া গ্রামের মোতাব্বির ও বাদল মিয়ার মধ্যে বসার জায়গা নিয়ে তর্কবির্তক হয়। পরদিন সন্ধ্যায় গ্রামে গিয়ে আবার তর্কে জড়ায় দুই যুবক’। এরই জের ধরে দু-পক্ষের লোকজন দেশীয় অস্ত্র সস্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ এড়াতে পুলিশ ঘটনাস্থলে গেলে ১৩ পুলিশ সদস্য সহ উভয় পক্ষের অর্ধশতাধিক নারী পুরুষ আহত হয়। আহত পুলিশ সদস্যদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঐ দিন রাতেই পুলিশ অভিযান চালিয়ে দুই পক্ষের ৩২ জনকে আটক করে। এছাড়াও শতাধিক লোককে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
ওসি মোঃ হাবিবুল্লাহ সরকার জানান, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। উক্ত সংঘর্ষ থামাতে গিয়ে ১৩ পুলিশ সদস্য আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।